বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)
প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ১৫:১৫ | আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ২৩:১১

অহিংস পথে সামাজিক-সাংস্কৃতিক ভিত্তিমূলকে বদলে দেয়ার লক্ষ্যে ‘সাংস্কৃতিক সংগ্রাম অবিরত’ ঘোষণায় ‘বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট’ ২০০০ সালের ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।
নিবন্ধন নম্বর: ০৪১
নিবন্ধন তারিখ: ০৮/১০/২০১৩
প্রতীকের নাম: ছড়ি
জাতীয় সমন্বয়ক দিশারী: আব্দুর রাজ্জাক মুল্লাহ্ রাজু শিকদার
(নির্বাচন কমিশন/নিবন্ধন সূত্রে- দলের সভাপতি বা সমমর্যাদাধারী)
সংগঠন প্রধান: আবু লায়েস মুন্না
(নির্বাচন কমিশন/নিবন্ধন সূত্রে- দলের মহাসচিব/সাধারণ সম্পাদক বা সমমর্যাদাধারী)
কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা
১২৮/৩, পূর্ব তেজতুরী বাজার, কাওরান বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৮১৮০১৮০
ফ্যাক্স: ০২-৮১৮০১৮১
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: www.muktijot.org