ফরিদপুরের এডিসি সাইফুলকে প্রত্যাহার
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৮, ১৪:৩২


নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পর ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ সাইফুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
আজ ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার) সাইফুলকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লিয়াকত আলীকে ফরিদপুরের এডিসি নিয়োগ দেয়া হয়েছে।
একাদশ জাতীয় নির্বাচনে এডিসি সাইফুল হাসানের বাবা আওয়ামী লীগের প্রার্থী। তাই বুধবার নির্বাচন কমিশন (ইসি) তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।
একই সঙ্গে ইসি কাজে সক্রিয় না থাকায় গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাস্টিন রেমাকে প্রত্যাহারের নির্দেশ দিলেও এ বিষয়ে এখনও কোনো প্রজ্ঞাপন জারি করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়।