নির্বাচনী প্রচারণায় সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৩


নির্বাচনী প্রচারে অংশ নিতে সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ১৯ ডিসেম্বর (বুধবার) হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে সিলেটে প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ঐদিন বিকেলে নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান জানান, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে সার্বিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। নেতাকর্মীসহ সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছেন। তিনি সিলেটের মানুষকে ভালোবাসেন ও এখানকার উন্নয়নের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সিলেটবাসীর জন্য অনেক গুরুত্ব বহন করে। তিনি নিজেই সিলেটের দায়িত্ব নিয়েছেন। আশা করি, এবারের সফরে তিনি সিলেটের গ্যাস সমস্যার সমাধান বিষয়ে দিক নির্দেশনা দিবেন। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবী, সিলেটে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার বিষয়েও তাঁর পরিকল্পনা জানাবেন।
এর আগে ১২ ডিসেম্বর সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করেন ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।