ডিএনসিসিতে আ. লীগের প্রার্থী ব্যবসায়ী আতিকুল ইসলাম
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৯, ২৩:১১


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যুর পর গত বছর ২৬ ফেব্রুয়ারি এর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তফসিল ঘোষণার পর উচ্চ আদালতের আদেশে আটকে যায় তা। আগামী ২৮ ফেব্রুয়ারি এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনের জন্য আওয়ামী লীগ পূর্বঘোষিত বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামকেই দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন অব্যাহত রেখেছে।
২৬ জানুয়ারি (শনিবার) রাতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে বিএনপি তাবিথ আউয়ালকে মনোনয়ন দিলেও এখন তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।