নবম জাতীয় সংসদ নির্বাচনের পরিসংখ্যান
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:২১


বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২৯ ডিসেম্বর ২০০৮ সালে। তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ-এর নেতৃত্বাধীন সামরিক সরকারের অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
সামরিক সরকার ২০০৭ সালের শুরুর দিকে জরুরী অবস্থা জারি করে যা ২০০৮ সালের ১৬ ডিসেম্বর তুলে নেওয়া হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে অনেক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছিল।
রাজনৈতিক দল | প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা | প্রাপ্ত আসন সংখ্যা | সংশ্লিষ্ট আসনসমূহে প্রাপ্ত ভোট সংখ্যা | শতকরা হার |
আ. লীগ | ২৬৪ | ২৩০ | ৩,৩৬,৩৪,৬২৯ | ৪৮.০৪% |
বিএনপি | ২৬০ | ৩০ | ২,২৭,৫৭,১০১ | ৩২.৫০% |
জাতীয় পার্টি | ৪৯ | ২৭ | ৪৯,২৬,৩৬০ | ৭.০৪% |
জাসদ | ০৭ | ০৩ | ৫,০৬,৬০৫ | ০.৭২% |
জামায়াতে ইসলামী | ৩৯ | ০২ | ৩২,৮৯,৯৬৭ | ৪.৭০% |
ওয়ার্কার্স পার্টি | ০৫ | ০২ | ২,৬২,০৯৩ | ০.৩৭% |
এলডিপি | ১৮ | ০১ | ১,৯১,৬৭৯ | ০.২৭% |
জাতীয় পার্টি - জেপি | ০২ | ০১ | ১,৭৩,২৯৭ | ০.২৫% |
স্বতন্ত্র | ১৫১ | ০৪ | ২০,৬০,৩৯২ | ২.৯৪% |
অন্যান্য | ৭৭২ | ০ | ১৮,২৭,৫৬৩ | ২.২৫% |
নবম জাতীয় সংসদ নির্বাচনে জোট ও বিভাগওয়ারি সংক্রান্ত আরো তথ্য